চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা ১২ সেপ্টেম্বর একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, সাবেক মহাপরিচালক নেছার আহমদ ও জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এসএম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আকতার নিশু, মেহের আফরোজ হাসিনা, শারুদ নিজাম, মিলন বনিক, মৃণালিনী চক্রবর্তী, এস এম মোখলেসুর রহমান, কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু ও রাশেদ রউফ।
সভায় চট্টগ্রাম একাডেমি থেকে প্রকাশিতব্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সংকলনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এতে শবনম খান শেরওয়ানী শিক্ষাবৃত্তি ও মমতাজ সবুর সাহিত্য পুরস্কার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায়একাডেমির পৃষ্ঠপোষক সদস্য কাসেম আলী রানার ৩টি বইয়ের প্রকাশনা উৎসবের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।