চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গত ১৩ জানুয়ারি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফ। সভায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে একাডেমির সদস্য প্রতিনিধি নির্বাচন (জীবন ও সাধারণ সদস্য থেকে প্রতিনিধি নির্বাচন) অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া একাডেমির অনন্য সাধারণ একটি কাজ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি চট্টগ্রামবাসীর শ্রদ্ধাঞ্জলি’ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমির উদ্যোগে তিন পৃষ্ঠপোষক সদস্যকে সম্মাননা দেওয়া হবে।
সভায় একাডেমি বিষয়ক বিভিন্ন আলোচনায় অংশ নেন একাডেমি মহাপরিচালক অরুণ শীল, সাবেক মহাপরিচালক আমিনুর রশীদ কাদের ও নেছার আহমদ, পরিচালক প্রফেসর রীতা দত্ত, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, এস এম আব্দুল আজিজ, মো. জাহাঙ্গীর মিঞা, মুহাম্মদ নোমান লিটন, সৈয়দা রিফাত আক্তার নিশু, শারুদ নিজাম, রোকেয়া হক, মৃণালিনী চক্রবর্তী, এম কামাল উদ্দিন, তালুকদার হালিম। প্রেস বিজ্ঞপ্তি।