গতকাল শুক্রবার সন্ধ্যায় গানে কবিতায় মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তন। ‘মাতি আনন্দে কবিতা ছন্দে’ শীর্ষক অনুষ্ঠানে কবি, ছড়াকার সংস্কৃতিকর্মীরা তাঁদের পরিবেশনায় মুগ্ধ করেন দর্শকদের। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক সাহিত্যিক ড. আনোয়ারা আলম।
একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। এতে অতিথি ছিলেন সংগঠক লায়ন রাজীব সিংহ। বক্তব্য রাখেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, শারুদ নিজাম, রেজাউল করিম স্বপন, মৃণালিনী চক্রবর্তী, এস এম মোখলেসুর রহমান, রিটন কুমার বড়ুয়া, গোফরান উদ্দীন টিটু, ফারজানা রহমান শিমু, কাসেম আলী রানা, কানিজ ফাতেমা লিমা, সোমা মুৎসুদ্দী, সংযুক্তা চৌধুরী বড়ুয়া, বিভা ইন্দু, রুনা তাসমিনা, সৈয়দা সেলিমা আক্তার, শামীম ফাতেমা মুন্নী, উপাধ্যক্ষ দিলরুবা আক্তার চৌধুরী, প্রিয়াংকা সরকার, রাজিউর রহমান বিতান, কাজী জাহাঙ্গীর, মুহাম্মদ মহসীন চৌধুরী, মল্লিকা বড়ুয়া, জাহানারা মুন্নী, শর্মি বড়ুয়া, শর্মিষ্ঠা চৌধুরী, কবি আবু মুসা চৌধুরী, সাইমুন পাশা মামুন, রূপক কুমার রক্ষিত, আনন্দ মোহন রক্ষিত, মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সমাজকর্মী কস্তুরী সিংহকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












