চট্টগ্রাম একাডেমিতে মতবিনিময়

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

আমেরিকার শিকাগোতে আয়োজিত সাহিত্য সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠান গত ৭ জুলাই চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠক ও সাহিত্য সম্মেলনের পৃষ্ঠপোষক মোহাম্মদ আলম পান্না। আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক নেছার আহমদ, কবি জিন্নাহ চৌধুরী, প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, লেখক সৈয়দা রিফাত আকতার নিশু,কথাসাহিত্যিক নাসের রহমান, রেহানা বেগম রানু, মর্জিনা আখতার, রোকেয়া হক, রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কাঞ্চনা চক্রবর্তী, এস এম মোখলেসুর রহমান, জিএম জহির উদ্দীন, আজিজ রাহমান, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা, এম কামাল উদ্দিন, নাটু বিকাশ বড়ুয়া ও শারুদ নিজাম।

পরিচালনা পরিষদের পঞ্চম সভা : চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের (২০২৪২০২৫) পঞ্চম সভা গত ২৬ জুন একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম একাডেমির পরিচালক সৈয়দা রিফাত আকতার নিশুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক নেছার আহমদ, অরুণ শীল, বিপুল বড়ুয়া, এসএম আবদুল আজিজ, মুহাম্মদ নোমান লিটন, সুলতানা নুরজাহান রোজী, শারুদ নিজাম, রেজাউল করিম স্বপন, রিটন কুমার বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, রাশেদ রউফ প্রমুখ।

সভায় একাডেমির প্রতিষ্ঠাকালীন পরিচালক দীপালী ভট্টাচার্য স্মারকগ্রন্থ প্রকাশের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জুলাই নির্ধারণ করা হয়। এছাড়া একাডেমির জীবন সদস্য সাহিত্যিক জিনাত আজম ও শিক্ষাবিদ অজিত কুমার আইচের মৃত্যুতে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি প্রণয়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান