চট্টগ্রাম এওটিএসের উদ্যোগে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট ম্যানেজমেন্ট শীর্ষক দুই দিনের ৪র্থ সেমিনার সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকালে দামপাড়াস্থ অফিসে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে দুই দিনের এই ওয়ার্কশপ সম্পন্ন হয়। সেমিনার এন্ড ওয়ার্কশপ কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এইউএম জোবাইরের সঞ্চালনায় ও এওটিএসের সভাপতি সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলবিয়ন গ্রুপের মহাব্যবস্থাপক (বিপনন ও বিক্রয়) মোহম্মদ শরিফুর রহমান। সেমিনারে ইউএসটিসির (ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম) থেকে মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন এপিক হেলথ কেয়ারের কর্পোরেট এন্ড ব্রান্ড বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান। প্রেস বিজ্ঞপ্তি।