চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা গতকাল সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা শারমীন আকতারের সভাপতিত্বে ফতেয়াবাদ কলেজ রোডস্থ গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবীদ এম আতাউর রহমান মিয়া। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নারী উদ্যোক্তারা ঐক্যবদ্ধভাবে দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সামনে রেখে দেশীয় পণ্য প্রদর্শনী, কুটিরশিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখলে নারী জাতি সামনের দিকে এগিয়ে যাবে।
বাংলাদেশের নারীরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা সাবরিনা সুলতানা, সৈয়দা খালেদা বেগম, শিরীন সুলতানা, রোজিনা আক্তার, শাহরিন সুলতানা, হামিদা আক্তার, জান্নাতুল নাঈম, সৈয়দা আরিমা সুলতানা, রোকসানা আক্তার, সুমি আক্তার, আন্জুমান আরা বেগম প্রমুখ।