চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির দোয়া মাহফিল

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলা উদ্যোগে দলের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমিন রোডস্থ কদম মোবারক কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল গত রোববার বাদে মাগরিব অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সাংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব শফিক উল ইসলাম চৌধুরী, উত্তর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মুসা আহমেদ রানা, জাতীয় পার্টি ফটিকছড়ি উপজেলার সভাপতি আবুল হাশেম চৌধুরী, এমদাদ হোসাইন চৌধুরী ও এম এ মজিদ। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কদম মোবারক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জোবায়ের আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধকোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদ