চট্টগ্রাম উইজার্ড মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উইজার্ড আয়োজিত মুজিব শতবর্ষ এস এস সি ব্যাচ ভিত্তিক টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোয়ালিটি স্পোর্টস ক্লাব মাঠে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় ট্রফি ফাইটার্স ৭ রানে মিলেনা ২০০০ কে পরাজিত করে। ট্রফি ফাইটার্সের আরিফ ৫ উইকেট সংগ্রহ করে ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হন। ১০ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা বোলার হন আরিফ। সেরা ব্যাটার বিজিত দলের সাবিব এবং ম্যান অফ দা টুর্নামেন্ট বিজিত দলের জাহিদ। চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ২০০০০ টাকা এবং রানার আপ টিম ট্রফিসহ ১০০০০ টাকা পুরস্কার পায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক মো. সেলিম, সাইফুল্লাহ চৌধুরী, ক্রিকেটার মাহবুবুল করিম মিঠু এবং স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি জাহেদ আল মামুন প্রমুখ। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের ক্রীড়া সম্পাদক আদনান তালুকদার। প্রত্যেক অতিথিকে বরন করে নেন ক্লাব সদস্য যথাক্রমে ইকরাম আনোয়ার, সাজ্জাদ রহমান, মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুনায়েদ রহমান তানিন।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি সকার ম্যাচে চিটাগাং ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস্‌ ক্লাবে প্রেসিডেন্ট’স কাপ পুল টুর্নামেন্টের উদ্বোধন