এস এ এসোসিয়েটস এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম উইজার্ড আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এস এস সি ব্যাচ ভিত্তিক টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আজ কোয়ালিটি স্টেডিয়ামে শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস। উল্লেখ্য, ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ১৯৯৫ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করছে।