চট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাটল অফ ব্যাচেস ক্রিকেট কার্নিভ্যালের উদ্বোধন

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উইজার্ড আয়োজিত আকবর সেভেন গ্রুপ ব্যাটল অফ ব্যাচেস ক্রিকেট কার্নিভ্যালের দ্বিতীয় সিজন গতকাল কোয়ালিটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে শুরু হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

বিশেষ অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর এবং প্যাসিফিক জিন্সের ডিরেক্টর সৈয়দ তানসির তৈয়মুর মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ ফারুক টিটো, ক্লাবের সভাপতি রাজিব বড়ুয়া, সহ সভাপতি সাইফুজ্জামান শোভন, সাধারণ সম্পাদক জাবেদ তপু, ক্রীড়া সম্পাদক আদনান তালুকদার এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ।

গতকাল চারটি খেলা অনুষ্ঠিত হয়। এতে এইচসিএ ১০ উইকেটে চিটাগং উইলোসকে, ট্রফি ফাইটার্স ৫ উইকেটে চিটাগং নাইটসকে, টিম টাইগার্স ৬৯ রানে স্নাইপার ৯৫ কে এবং চাঁটগাইয়া নওজোয়ান ৯ উইকেটে বন্ধুজন ৯৯ কে পরাজিত করে। আজ আরো ৫টি খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ সন্দ্বীপ ফুটবল একাডেমি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধভিসা জটিলতা কাটিয়ে ভারত গেলেন মিঠুন-মোমিনুলরা