চট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাচভিত্তিক ক্রিকেটের দ্বিতীয় আসর বেটল অফ ব্যাচেস সিজন-২ এর ট্রফি উন্মোচন ও টিমস্‌ মিট-আপ গত শনিবার চিটাগং ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপ এর সিইও মো. আলী আকবর, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও প্যাসিফিক জিন্সের ডিরেক্টর সৈয়দ তানসির তৈয়মুর মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইজার্ড এর সভাপতি রাজিব বড়ুয়া, সহ সভাপতি জামান শরীফ, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপু এবং ক্রীড়া সম্পাদক আদনান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি রাজিব বড়ুয়া, সহ সভাপতি জামান শরীফ, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপু এবং ক্রীড়া সম্পাদক আদনান তালুকদার। ট্রফি উন্মোচনের পর ক্লাব সদস্য সুমন সাহা বাইলজ নিয়ে বক্তব্য রাখেন। এরপর টুর্নামেন্টের গ্রুপিং সম্পন্ন করা হয় ড্র এর মাধ্যমে। টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ ফারুক টিটো টুর্নামেন্ট বাজেট এবং অংশগ্রহণকারী দল সমূহের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুন্নবী চৌধুরী। এবারের টুর্নামেন্ট বাজেট ধরা হয়েছে ১১ লাখ টাকা। যার অধিকাংশ আসবে অংশগ্রহনকারী টিমের এন্ট্রি ফি থেকে এবং বাকি অংশ আসবে স্পন্সর প্রতিষ্ঠান এবং ক্লাবের নিজস্ব ফান্ড থেকে। এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহন করছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় যুব হকির চট্টগ্রাম জোনে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন কক্সবাজার
পরবর্তী নিবন্ধব্রিটিশ প্রধানমন্ত্রী ‘ট্রাসের পতন হতে পারে বড়দিনের আগেই’