মুজিববর্ষ সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড ৭-০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শিমুল এবং আকরাম ২টি করে, রাশেদ, হাসান ও সামী ১টি করে গোল করেন। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়, চট্টগ্রাম আবাহনী লি: এর শিমুল। তাকে ম্যান অফ দ্যা ম্যাচ ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক এস এম ইকবাল মোর্শেদ। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংদস ক্রীড়া চক্র (লাল) ৩-০ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা)কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইসমাঈল ২টি, জিল্লুর ১টি গোল করেন। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এর ইসমাঈল। তাকে ম্যান অফ দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন।
আজকের খেলা: মুক্ত বিহঙ্গ-ইউনাইটেড স্পোর্টিং ক্লাব(সকাল-১০.৩০টা),বাকলিয়া একাদশ-স্টার ক্লাব(বিকাল ২.৩০টা)।