চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল ঢাকা আবাহনী

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ফেডারেশন কাপে নিজেদের আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আবাহনী লিমিটেড। গতকাল শনিবার প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। ইব্রাহিমের জোড়া গোলে ৪০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচের ৪২তম মিনিটে আবাহনী প্রথম গোল পায়। এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে ঢুকে যাওয়া ইব্রাহিমকে ফাউল করে বসেন ফজলে রাব্বী। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ইব্রাহিম।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে
পরবর্তী নিবন্ধহাজী অলি মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন