চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর শনিবার নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ভোটার হওয়ার শর্তে মাসিক চাঁদা আদায়ের শেষ তারিখ ২ ডিসেম্বর। উল্লেখ্য, কমপক্ষে ১২ মাসের চাঁদা পরিশোধ করে ভোটার হওয়া যাবে। সদস্যদের ভোটার হওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ ডিসেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, প্রার্থীর ফরম সংগ্রহ ৯ ও ১০ ডিসেম্বর। প্রার্থীর ফরম যাচাইবাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা ১৫ ডিসেম্বর। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ মো. ছালামত আলী, নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মোহাম্মদ সাগীর ও মোশাররফ হোসেন। নির্বাচনে ৯টি পদে সর্বমোট ১৮ জন প্রার্থীকে ভোটাররা নির্বাচিত করবেন। সভাপতি পদে ১ জন, সহ সভাপতি ৪ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ সাধারণ সম্পাদক ২ জন, যুগ্ম সম্পাদক ১ জন, অর্থ সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন ও সদস্য ৬ জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতালির আদালতের নির্দেশে আপাতত স্বস্তি মিলেছে ১০ বাংলাদেশির
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল