চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি ও পিএইচআর কমিউনিকেশন লিমিটেডের যৌথ উদ্যেগে আয়োজিত চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল এম. এ. আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং সার্দান ইউনিভার্সিটি । প্রথম দিনে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয় ইউএসটিসির। আর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোকাবেলা করে ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সাইন্স এর। এ বছর ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্ত হবে। প্রতিদিন ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই টুর্নামেন্ট আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করবে। সিটি কর্পোরেশন সবসময় ক্রীড়াবান্ধব উদ্যোগকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং এটি চট্টগ্রামের শিক্ষার্থী ও ক্রীড়ামোদীদের জন্য একটি মিলনমেলা। আগামী ১০ দিন ধরে চলমান এই প্রতিযোগিতা ফুটবলপ্রেমীদের এক নতুন অভিজ্ঞতা দেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটি রেজিস্টার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদ এর সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দীন আহমেদ, পিএইচআর কমিউনিকেশন লিমিটেড চেয়ারম্যান আব্দুর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন ইভেন্টের অর্গানাইজিং কমিটি প্রোগ্রাম চেয়ার হারুনুর রশিদ আকাশ, প্রোগ্রাম কোর্ডিনেটর এ টি এম ফাউজুল কবির, মিডিয়া কোর্ডিনেটর তন্ময় চৌধুরী, ম্যানেজার অপারেশন ফয়সাল হোসেন বাতিন, আশরাফ ইফতি, জিয়ন চৌধুরী, সাজিদ, আদিল, ফাইরোজ, শিপণ, রাফি, অপু, সবুজ, সাবরিনা শায়লা, জাকিয়া, ফাহিম, মুশফিক, আনাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডরগণ। এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২ টি বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, মেরিন সিটি মেডিকেল কলেজ, ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, চট্টগ্রাম কলেজ, হাজী মো. মহসিন কলেজ, গভ. কমার্স কলেজ, সিটি কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ।