চট্টগ্রাম আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামির পলায়ন

আজাদী অনলাইন | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৩:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালত থেকে সাজার রায় শুনে এজলাস থেকে কারাগারের গাড়ীতে তোলার সময় পালালো চেক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি।

র‌বিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম ১ম যুগ্ম মহানগর আদালতে একটি চেকের মামলায় সাজা রায় ঘোষণার পর এজলাস থেকে কারাগারে নেওয়ার গাড়ীতে তোলার সময় এই আসামি পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার হুমায়ুন আজাদীকে বলেন, আজকে মামলার রায় ঘোষণার দিন ধার্য্য ছিল, ঐ আসামি নিজ থেকে আদালতে হা‌জির হয়েছিলেন। রায় প্রচারের পরবর্তীতে এজলাস থেকে কারাগারে নেওয়ার গা‌ড়িতে তোলার সময় পা‌লিয়ে যায়।

আমরা মামলার প্রস্তু‌তি নি‌চ্ছি। দা‌য়িত্বরত পু‌লিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে আবারও গো লা গু লি
পরবর্তী নিবন্ধখুলশীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ১