দীর্ঘ ৩০ ঘন্টা প্রচেষ্টায় শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামের আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যাওয়া আরেক আসামি আনোয়ার হোসেনকেও গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (৭ মে) দুপুরে মুন্সিগঞ্জ জেলার গাজারিয়া থানাধীন দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৯শে এপ্রিল পালানোর দিন রাতেই এই দুই আসামির মধ্যে হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে খুলশীর তুলাতলি থেকে আটক করা হয়েছিল। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৯শে এপ্রিল চট্টগ্রাম আদালত থেকে পালিয়ে যাওয়া আনোয়ারকে ধরতে একের পর এক অভিযান পরিচালনা করে জেলা গোয়ান্দা পুলিশ। পরবর্তীতে গত দুইদিন ধরে টানা দীর্ঘ ৩০ ঘন্টা যাবত চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও মুন্সিগঞ্জে অভিযান পরিচালনা করে একপর্যায়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৯শে এপ্রিল হত্যা মামলার আসামী ইকবাল হোসেন ও মাদক মামলার আসামী আনোয়ার হোসেনকে তাদের মামলা শুনানীর জন্য আদালতে আনা হলে সুযোগ বুঝে সুকৌশলে তারা আদালত চত্বর থেকে পালিয়ে যায়।