চট্টগ্রাম আদালতে ইভ্যালির রাসেল ও শামীমার কারাদণ্ড

চেক ডিজঅনার মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের এক বাসিন্দার করা চেক ডিজঅনার মামলায় ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে চেকের সমপরিমাণ এক লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. মহিউদ্দিন এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রামে এ প্রথম রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে সাজা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে পাঁচলাইশের বাসিন্দা জসিম উদ্দিন মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু ইভ্যালি তাকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিলেও ব্যাংকে তা ডিজঅনার হয়। এই ঘটনায় জসিম উদ্দিন ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম আদালতে মো. রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। আদালত সূত্র আরো জানায়, মামলা দায়ের পরবর্তী একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে হাইকোর্টে তলব