পাঁচলাইশ ওয়াজেদিয়াস্থ চট্টগ্রাম আদর্শ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন নয়, আদর স্নেহের মাধ্যমে তাদের পাঠদান করতে হবে। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শেখাতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা বাবাকেও সমান দায়িত্ব পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যাপতি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন। সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক ও ফরজানা ইয়াসমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, সাগর কান্তি দত্ত, আইরিন আকতার, সোনিয়া আকতার, শাহেদা আক্তার আইরিন, আবদুল্লাহ তৈয়ব, শাওকাতুন নেছা, শাহরিয়া হোসেন, আরিফ উদ্দীন চৌধুরী, ফারজানা জাহান পিংকি, ইসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











