চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতি সড়ক ও জনপদ বিভাগের প্রতিবাদ সভা

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতি সড়ক ও জনপদ বিভাগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল গতকাল রোববার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। রহমাতগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সমিতির নিজস্ব কার্যালয়ে ফ্যাসিস্ট আ.লীগের উস্কানিমূলক ও সরকারবিরোধী লিফলেট বিতরণ এবং অবৈধ প্রভাব বিস্তারের বিরুদ্ধে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. মহসিন। সভায় সর্বস্তরের ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি জাহেদুল হক জ্বাক্কু, যুগ্ম সম্পাদক মো. আনাস, ইকবাল হোসেন জিসান, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন আলভী, সহদপ্তর সম্পাদক আসিকুল হক, কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ উদ্দিন অপু, যুবরাজ, ইকবাল, মোবারক হোসেন, খলিলুর রহমান, আসিফ জাবেদ, আব্দুল কাইয়ুম জয়, আলামিন জাহাঙ্গীর বাবলু, মোহাম্মদ নাজের প্রমূখ। এতে বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থান দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। জনগণ আর ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় না। ফ্যাসিস্ট আ.লীগ দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বক্তারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে লিফলেট বিতরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদীদের কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিরোধ করা হবে
পরবর্তী নিবন্ধসৃষ্টির কল্যাণে নিজেকে উজাড় করাই হযরত বাবা ভাণ্ডারীর জীবন দর্শন