চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম কুমিল্লায় শুরু

| বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

প্রতিভাবান নতুন ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরির পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা। এ লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ১৫ থেকে ১৭ বছর বয়সের ক্রিকেট খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রথম ধাপ কুমিল্লায় শুরু হয়েছে। গতকাল ৬ মার্চ বুধবার সকাল ৯টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা জেলার খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহবায়ক বিসিবি পরিচালক আ..ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য সচিব ড. সিরাজউদ্দিন মো. আলমগীর ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

বাছাইয়ে কুমিল্লা জেলার দুই শতাধিক ক্রিকেটার অংশ নেয়। হান্টিংয়ের মাধ্যমে ব্যাটিং, বোলিং ও কিপিংয়ে ২৬ জন প্রতিযোগিকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষন ক্যাম্প করবে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা। খেলোয়াড়দের বাছাই কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার উদ্যোগে বাছাই কার্যক্রমের কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম জেলা ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন ও চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক। তাদের সহযোগিতা করেন কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কোচ সারোয়ার জাহান ও প্রথম শ্রেণীর ক্রিকেটার মো. আবদুল্লাহ আল মামুন রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, কোষাধ্যক্ষ আল আমিন ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির, আম্পায়ার কমিটির সদস্য কাজী শামিম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগে বন্দরের জয়রথ ছুটছেই
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে অভিভাবক প্রশিক্ষণ কর্মশালা