চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানাডা ইনকের অভিষেক

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

টরেন্টোর স্কারবোরো এলাকার হোয়াইটশিল্ড ব্যাঙ্কুয়েট হলে গত ১৮ মে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানাডা ইনকএর অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে পুরো সন্ধ্যাটি রূপ নেয় এক আনন্দঘন উৎসবে। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নতুন কমিটির অভিষেক পর্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির উদ দৌজা। এরপর বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি সারওয়ার জামান, নবনির্বাচিত সভাপতি শাহাব সিদ্দিকী বুলবুল, সাধারণ সম্পাদক ড. মঞ্জুর মোর্শেদ ও কোষাধ্যক্ষ সনৎ বড়ুয়া। বক্তারা বলেন, প্রবাসে আমাদের মতো সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এটি প্রবাসী চট্টগ্রামবাসীর মাঝে বন্ধুত্ব, ঐক্য ও সহমর্মিতার সেতুবন্ধন গড়ে তোলে। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দেয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী ও ডিরেক্টর ফারাহ হোসাইন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় ভূমি মেলা উদ্বোধন