চট্টগ্রাম অটো স্পেয়ার পার্টস এসোসিয়েশনের অভিষেক

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিএনজি অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফেকচারার এসোসিয়েশনের ২০২৫২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার পর্যটন নগরী কক্সবাজারের সী ওয়ার্ল্ড হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফেকচারার এসোসিয়েশনের সাবেক সভাপতি হামিদুর রহমান হামিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফেকচারার এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ হাসনাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফেকচারার এসোসিয়েশনের সভাপতি শাহ মো. আজিজুর রহমান পটু ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসান খান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী সাকিল।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরএকে সিরামিকস এখন চট্টগ্রামের কাজির দেউড়িতে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকার সাধারণ সভা