মহানগরীর লাভ লেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে ০৩ জানুয়ারি সকাল ১০ টায় চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি. নং– ১৪৪১) বিশেষ সাধারণ সভা ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাজী মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন “বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন” এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো. রবিউল মাওলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিক বান্ধব সরকার ও প্রশাসন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন এবং আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বসম্মতিক্রমে ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. রবিউল মাওলাকে চেয়ারম্যান ও মো. মোস্তফা কামাল এবং মো. বাবুল মিয়াকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা উপপরিষদ গঠন করা হয়। ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন ইউনিয়নের বিগত ২০২৩ ও ২০২৪ অর্থবছরের আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সহসাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিক, লাইন সম্পাদক মো. সিরাজ, ওম্যান কলেজ শাখার সভাপতি মো. হাসান, বিশ্ব কলোনী শাখার সভাপতি মো. মানিক মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











