চট্টগ্রামে ৯৯৯ কোটি ১৭ হাজার ৬২৩ টাকা কর আদায়

রিটার্ণ জমা ৩ লাখ ৭৫ হাজার ৯৯৮টি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চার কর অঞ্চলে ৯৯৯ কোটি ১৭ হাজার ৬২৩ টাকা কর আদায় হয়েছে। কর আদায়ের বিপরীতে রিটার্ন জমা পড়েছে ৩ লাখ ৭৫ হাজার ৯৯৮টি।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৩১ জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া ২০২২২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়। প্রতি করবর্ষে ৩০ নভেম্বরের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও এবার বিশেষ বিবেচনায় তা বাড়ানো হয়। জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর অনুরোধে ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস সময় বাড়ানো হয়। গত ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম কর অঞ্চল১ এ ১ লাখ ২২ হাজার ৮৯১ রিটার্নের বিপরীতে কর আদায় হয়েছে ১১৭ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬২৩ টাকা। কর অঞ্চল২ এর অধীনে ৭৭ হাজার ২৭৩ টি রিটার্নের বিপরীতে আদায় হয়েছে ১০৭ কোটি ৪৭ লাখ টাকা। কর অঞ্চল৩ এর অধীনে ৯১ হাজার ৬৩২টি রিটার্নের বিপরীতে কর আদায় হয়েছে ৭২৩ কোটি ১৮ লাখ টাকা। কর অঞ্চল৪ এর অধীনে ৮৪ হাজার ২০২ টি রিটার্নের বিপরীতে ৫০ কোটি ৮৮ লাখ টাকা আয়কর জমা হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল১ এর উপকমিশনার মো. নাজমুল আহসান জানান, জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময় সীমা শেষ হয়েছে। এখন জরিমানাসহ আরও কিছু শর্ত সাপেক্ষে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, নভেম্বর মাসব্যাপী এ আয়োজনে চট্টগ্রাম আয়কর বিভাগের ৪টি জোনের ৮৮টি সার্কেলের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হয়। ইটিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ইটিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুনঃনিবন্ধন সেবা নেন। এছাড়া ইপেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা নিয়ে বিমানে উঠার আগে ধরা
পরবর্তী নিবন্ধছয়টি বাজারের ইজারা বাতিলের সিদ্ধান্ত চসিকের