চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ৬:১৪ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় ৪ ও চট্টগ্রামে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকার শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম মহানগরীতেও ৬ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কোতোয়ালীতে সংঘর্ষে আইনজীবী নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কাল আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের