চট্টগ্রামে ৬ দিনে টিকা নিলেন সাড়ে ৭৫ হাজার

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদক | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনের মতো করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ হাজার ৬৬৭ জন। এর মধ্যে জেলার বাসিন্দা ৭ হাজার ৩১৭ জন এবং নগরীর ৮ হাজার ৩৫০ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ৬ দিনে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৫ হাজার ৪৪৭ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার জেলার ২৪৭ জন ও নগরীর ৪৬৪ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৪২ হাজার ৬৭১ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৪৬ হাজার ৮৬৭ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৫ হাজার ৮০৪ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চলে গেলেন আবদুল মতিন খসরু ও শামসুজ্জামান খান
পরবর্তী নিবন্ধহাঁপানির ওষুধে দ্রুত সেরে উঠছে করোনা রোগী