চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেফতার

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের প্রবেশ মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে চারটি স্টিলের টিপ ছোরা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মোঃ মামুন (২৮), মোঃ শহিদুল ইসলাম জিসান (২৯), মোঃ সজীব (২৭), মোঃ শাকিল (২৪) ও সাঈদ হোসেন (২৪)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৭-৮ জন পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো দুই বসতঘর, আহত ১