চট্টগ্রামে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

দ্রুততম মানব পদ্মা অঞ্চলের ইয়াসিন খালসী

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সারাদেশ থেকে আসা নয় শতাধিক প্রতিযোগী, মাঠে উপস্থিত হাজারো শিক্ষক শিক্ষিকা ও গ্যালারী ভর্তি হাজার হাজার ছাত্রছাত্রীর উৎসবমুখর উপস্থিতিতে ‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। গতকাল ২২ ফেব্রুয়ারি,শনিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত এবারের আসরেও প্রতিবারের মত সারাদেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে তিনদিন ব্যাপি এ আয়োজনে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, সাইক্লিং, অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আজম খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামসুদ্দিন আজাদ প্রমুখ।

এছাড়া মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও উপপরিচালক, শারীরিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, পরিক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী, উপ পরিচালক, মো. শহিদুল আলম, প্রফেসর মো. মোরশেদ আলম, প্রফেসর এমদাদ আলম উপস্থিত ছিলেন।

আসরের প্রথম দিন ১১টি ইভেন্টেরর নিষ্পত্তি হয়েছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০০ মিটার স্পিন্টে (বালক, বড়) পদ্মা অঞ্চলের ইয়াসিন খালসী প্রথম স্থান অধিকার করে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন গোলাপ অঞ্চলের ইয়াসিন হোসেন রাজু ও তৃতীয়স্থান অধিকার করেন বকুল অঞ্চলের কাজী আইবান।

পূর্ববর্তী নিবন্ধজিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান ও ভারত