বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্র কোর হিসেবে যাত্রা শুরু করেছে ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’। গতকাল সোমবার সকালে নগরীর হালিশহরে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে এই ইউনিটের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ– জামান। এ সময় একজন ইউনিট অধিনায়ক, একজন নারী অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোলজার টাইটেল এবং ক্যাপ ব্যাজ প্রদান করেন সেনাপ্রধান।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সদস্যদের প্রতি আহবান জানান। রেজিমেন্ট অব আর্টিলারির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোর থেকে জ্যেষ্ঠতম ইউনিট অধিনায়ককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ দ্বারা অলংকৃত করার পাশাপাশি সেনাপ্রধান পরিচালক, এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের কাছে নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের পতাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, আর্টিলারি ইউনিটসমূহের অধিনায়ক উপস্থিত ছিলেন। একই দিন সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সংলগ্ন খিল্লাপাড়ায় ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আর্টডকের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ, চিফ এঙিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টি, ছাত্রছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।