চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হচ্ছে চার দিনের কোয়ান্টাম মেথড কোর্স। নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে শুক্রবার সকাল ৯টায় এ কোর্সের উদ্বোধন করা হবে। প্রতিদিন ১০ ঘণ্টা করে চার দিনে মোট ৪০ ঘণ্টা এ কোর্স চলবে। কোয়ান্টাম মেথড কোর্সে সকল শ্রেণি পেশার মানুষকে মেডিটেশন শেখানো হয়। মূলত মানসিক প্রশান্তি, পেশাগত সাফল্য, পারিবারিক সুখ, শারীরিক সুস্থতা ও আত্মিক অগ্রগতির থিম নিয়ে এ কোর্স পরিচালনা করা হয়। গত ২৮ বছর ধরে অগণিত মানুষ এই কোর্স সম্পন্ন করেছেন জানিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের কো-অর্ডিনেশন অর্গানিয়ার এস এম সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রামে বছরে একবার এ কোর্স আয়োজন করা হয়। এটি হবে ৪৭৩তম ব্যাচের কোর্স। ১৯৯৩ সালে এই কোয়ান্টাম মেথড কোর্সের উদ্বোধন হয়। সাড়ে ১১ হাজার টাকা ফি’তে আগ্রহী যে কেউ শুক্রবার সকাল পর্যন্ত এ কোর্সে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের ০১৭১১-৩৯৩০১০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।












