চট্টগ্রামে ৪০ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ১২:৩৮ অপরাহ্ণ

গৃহবধূ আলফা শাহরিন (২৬) হত্যা মামলায় ময়নাতদন্তের জন্য ৪০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করেছে পিবিআই।

গত ৬ মে তিনজনকে আসামি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-৭ এ একটি পিটিশন দায়ের করেছেন ভিকটিমের বাবা নুরুল করিম। আদালতের নির্দেশনা পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো শাখা।

আদালতের নির্দেশে গত ৭ মে পাঁচলাইশ থানা কর্তৃপক্ষ ওই পিটিশনটি এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করে নিহতের বাবা।

এরই প্রেক্ষিতে আজ (১৩ জুন) বায়েজিদ চালিতাতলী জামে মসজিদের পাশে দারোগা বাড়ি উঁকিল কবর স্থান থেকে লাশটি উত্তোলন করছে পিবিআই।

পিবিআই মেট্রো শাখার সহকারী পুলিশ সুপার এ কে এম মহিউদ্দিন সেলিম জানান কবর থেকে শাহরিনের লাশ তোলা হচ্ছে। হত্যা বা দূর্ঘটনা কোনও তত্ত্বই উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই কিনারা হবে শাহরিনের মৃত্যু রহস্য।

পূর্ববর্তী নিবন্ধমক্কার সেই শিশু হজযাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্র থেকে শ্রমিকের লাশ উদ্ধার