চট্টগ্রামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে। জেলা প্রশাসক ভবনের সম্মুখ চত্বরে ভোরে এ তোপধ্বনি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। গতকাল জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, তোপধ্বনি দেয়ার পর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর সকাল ৮ টায় এমএ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনগুলোর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বেলা ১২ টায় বিভিন্ন প্রেক্ষাগৃহ, জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান, আউটার স্টেডিয়াম এবং লালদীঘি ময়দানে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি রয়েছে। শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং দুপুর দেড়টায় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খবার পরিবেশন করা হবে।
মহানগর আওয়ামী লীগের কর্মসূচি : আজ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে জামায়েত শেষে র্যালি করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হবে।
কর্মসূচিগুলো সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সদস্য, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।