চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

টানা তিনদিন চারশ’র বেশি শনাক্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ৭ দিনে চট্টগ্রামে ১৭ জন মৃত্যুবরণ করল। গত ৭ এপ্রিল সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এ সময়ে ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৪৭৩ জন পজিটিভ শনাক্ত হন। অর্থাৎ টানা তৃতীয়দিনের মতো নতুন আক্রান্তের সংখ্যা চারশ’র বেশি শনাক্ত হয়েছে। সোমবার ৪৯৪ জন ও মঙ্গলবার ৪১৪ জনের সংক্রমণ ধরা পড়ে।
চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মোট ৪০৬ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। এ ব্যাপারে চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান আজাদীকে জানান, বুধবার ২ হাজার ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৭৩ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ দশমিক ৮২ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে পাঁচ জনই নগরীর বাসিন্দা। একজন উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৮৮ জন। এর মধ্যে শহরের ৩৪ হাজার ৫৮৪ জন ও উপজেলার ৮ হাজার ৬০৪ জন।
চট্টগ্রামে গত ৭ এপ্রিল মারা গেছেন ৪ জন, গত ৬ এপ্রিল ৫জন মারা গেছেন। গত ৫ এপ্রিল চট্টগ্রামে মারা গেছেন ২ জন, ৪ এপ্রিল মারা গেছেন ৪ জন। তিন এবং দুই এপ্রিল চট্টগ্রামে মৃত্যু শূন্য ছিল। এদিকে এক এপ্রিল ২জন এবং ৩১ মার্চ ১ জন মারা গেছেন।
এদিকে, এবারও মাত্র তিনদিনে করোনা রোগী এক হাজার পূর্ণ হয়। এ নিয়ে পরপর তিনবার তিনদিনে করোনা রোগীর সংখ্যা হাজারপূর্ণ হলো। এর আগে ৪২ হাজার পার করেছিল ৫ এপ্রিল। ২ এপ্রিল ৪০ থেকে ৪১ হাজারে যেতেও সময় লাগে ৩ দিন। ফলে সর্বশেষ তিনবার দ্রুততম সময়ে এক হাজার পূর্ণ হলো। অথচ ৪০ হাজার পূর্ণ হয়েছিল ৩১ মার্চ, পাঁচ দিনে এক হাজার পূর্ণ হয়ে।
অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৬ জন। ফলে চট্টগ্রামে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৪ হাজার ৫৪৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৯৬ জন ও বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ২৯ হাজার ৮৫০ জন। .বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৮৪ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে একদিনে মারা গেলেন ৭৪ জন
পরবর্তী নিবন্ধসামনে কঠোর পদক্ষেপ আসতে পারে : প্রধানমন্ত্রী