চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু একজনের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:২৯ পূর্বাহ্ণ

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৯ জনে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ২১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২০৪ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরে কমছে। আগের দিন ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৪৩ জন। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছিল। তবে গত কয়েকদিন ধরে এ সংখ্যা পর্যায়ক্রমে কমছে।

পূর্ববর্তী নিবন্ধএডিস মশার লার্ভা পেলে জরিমানা, না পেলে ফুল
পরবর্তী নিবন্ধআটকে গেল চবির তিন শিক্ষকের পদোন্নতি