চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড

প্রাণ গেল ১৮ জনের

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ৯:৫৬ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩১০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৫২১ জন। এদিন মারা গেছেন ১৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৮৯টি। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৩ জন নগর এলাকার এবং ৪৭৭ জন উপজেলা এলাকার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ আনোয়ারায়, ৬৭ জন। এ ছাড়া বোয়ালখালী উপজেলায় ৬৫ জন, হাটহাজারী উপজেলায় ৫৯ জন, পটিয়া উপজেলায় ৫৭ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।-বাংলানিউজ

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এতেই বোঝা যায় টেস্ট বেশি হলে সংক্রমণের পরিমাণও বাড়ছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ- স্বাস্থ্যবিধি মেনে চলুন।

পূর্ববর্তী নিবন্ধরোগীর চাপে হিমশিম অবস্থা
পরবর্তী নিবন্ধ৭৮৬