চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষায় ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩৬ জন নগরীর ও ৩১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। জেলায় করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা এখন ৬৬ হাজার ৭৮৪ জন। যার মধ্যে নগরীতে শনাক্ত হয়েছে ৫১ হাজার ২৯৭ জন। বিভিন্ন উপজেলায় ১৫ হাজার ৪৮৪ জন।
উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়। এই প্রথম শনাক্তের সংখ্যা সাড়ে ৯শ অতিক্রম করেছে। এর আগে গত ১২ জুলাই ৮২১ জনের করোনা ধরা পড়ে। ৮ জুলাই ধরা পড়ে ৭৮৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নগরীর ও ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯০ জনে। এদিকে উপজেলায় সীতাকুণ্ডে সর্বোচ্চ ৫০, হাটহাজারীতে ৩৬, রাউজানে ৩৫, ফটিকছড়িতে ৩০, রাঙ্গুনিয়া ২৮, মীরসরাইয়ে ২৭, পটিয়াতে ২১, আনোয়ারায় ১৫, সন্দ্বীপে ১৪, চন্দনাইশে ১১, বাঁশখালী ও সাতকানিয়াতে ৯ জন করে এবং লোহাগাড়ায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে ৮৩ জনের মৃত্যু হলো। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৪ জন মারা যায় গত ১০ জুলাই।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।