আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ (রেকর্ড সংখ্যক)। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৪ জনে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী– আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এদিকে, আগের দিন মৃত্যু শূন্য থাকলেও বুধবার (গতকাল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে এতোদিন বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেশি থাকলেও এই সময়ে এসে পরিস্থিতি পাল্টে গেছে। বতর্মানে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। এরই মাঝে ভর্তি রোগীর সংখ্যা একশ ছাড়িয়েছে চমেক হাসপাতালে। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলছেন– আগের দিন (১৮ জুলাই) পর্যন্ত মোট ৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। তবে বুধবার সকালে ওয়ান স্টপ ইমর্াজেন্সি কেয়ারে (ওসেক) আরো ১১জন রোগী ছিলেন। সবমিলিয়ে রোগীর সংখ্যা একশ ছাড়িয়ে যায়। দুপুরের পর নতুন আরো রোগী ভর্তি হন। পাশাপাশি অনেক রোগী রিলিজও হন। তাই বুধবারের চিকিৎসাধীন রোগীর সংখ্যা বৃহস্পতিবার সকালের প্রতিবেদনে জানা যাবে।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে– ১৮ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা মোট ৯৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে মেডিসিনের তিনটি ওয়ার্ডে ৭৪ জন, শিশু স্বাস্থ্য বিভাগের দুটি ওয়ার্ডে ২২ জন এবং শিশু হেমাটোলজি ওয়ার্ডে আরো ২ জন রোগী ভর্তি ছিলেন।
অন্যদিকে, আগের দিন পর্যন্ত বিআইটিআইডিতে ৪৫ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি ছিল বলে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিসেবে এই দুই হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে।












