চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫ জন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৬.৬৬ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

এর আগে সোমবার (৬ নভেম্বর) চট্টগ্রামে ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। মঙ্গলবার (৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৪ জন নগরীর ও একজন বোয়ালখালীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪১০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে বাইক দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধদক্ষিণ বিএনপির আহ্বায়ক জাফরুল ইসলাম চৌধুরী আর নেই