চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৭

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরীর বাসিন্দা। এ নিয়ে গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৮২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মহানগরীর ৪২৯ জন ও জেলার ১৫৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯২টি নমুনা পরীক্ষা হলে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন। তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮২৭ জন। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪১ হাজার ৪৬০ জন ও জেলার ১০ হাজার ৩৬৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৯ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮২৭ জনের। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৩ জনের পজেটিভ শনাক্ত হয়। পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে জেলার ২ জনের পজেটিভ শনাক্ত হয়। মা ও শিশু হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৪ জন ও জেলার ১ জনের পজেটিভ শনাক্ত হয়। আরটিআরএলএ তে ৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৯ জন ও জেলার ৬ জনের পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৬ জনের পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে সোমবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে আরো ৩২ মৃত্যু
পরবর্তী নিবন্ধরিজেন্টের সাহেদের ৩ দিনের রিমান্ড