চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৯

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ৪:৪৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ২৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৫৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৫৮টি। আক্রান্তদের মধ্যে নগরে ১৫১ জন এবং উপজেলায় ৮ জন।-বাংলানিউজ

এদিকে, চট্টগ্রামে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৩০৪ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২ লাখ ১৬ হাজার ২৮৭ জন এবং ১ লাখ ৭৬ হাজার ১৭ জন।

পূর্ববর্তী নিবন্ধস্পেনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধকাউন্সিলরের মৃত্যুতে চসিকের প্যানেল মেয়র নির্বাচন স্থগিত