চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও বিশজনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৪:১৯ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১৭৬টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৬ শতাংশ। শুক্রবার (৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৮ জন মহানগর এলাকা এবং ২ জন মীরসরাই উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১১৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ১৩৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধদুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা ছাত্রলীগ নেতার