চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৯ জন। তাদের ১৮ জন সরকারি এবং ১১ জন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন। মারা গেছেন মোট তিনজন। খবর বাসসের।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানিয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।