চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩০জন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১১:৫৬ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরো ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেনচট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ সাবেক সভাপতি মো. মাহাবুবুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন, কর্ণফুলী বড় উঠান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার, ফাতেমা বেগম, মো. আতিকুর রহমান, মো. আরিফ, মো. জাহাঙ্গীর আলম, সুমন আনোয়ার অনু হাসান, খায়ের মোহাম্মদ রাহুল, মো. আমির হোসেন বাবু, মো. ফয়সাল, আবলু বশর, মো. শাকিল হোসেন, মো. এরমান, মো. মানিক, মো. নজরুল ইসলাম প্রকাশ নাজু মিয়া, তৌহিদুল ইসলাম তানভীর, মোহাম্মদ শুভ, মো. ফারুক রহমান, মোহাম্মদ জুনায়েদ, আল আমিন, মো. রনি, মো. জাহিদুল ইসলাম সাকিব, মো. মাঈনুর ইসলাম মামুন রনি, মো. জামাল, মো. আমিন গাজী, মো. ইমাম হোসেন, মো. রাব্বি ও মো. মনির হোসেন আবির।

পূর্ববর্তী নিবন্ধস্কুল ভর্তিতে ৫% কোটা সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা
পরবর্তী নিবন্ধবাড়ির কর্তাকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে গেল দুর্বৃত্তরা