চট্টগ্রামে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। এর মধ্যে ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৪ জন এবং ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত নগরে আক্রান্ত হয়েছেন ২৩৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। সব মিলিয়ে ৪৭২ আক্রান্ত হয়েছেন। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এছাড়া ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে নগরের চেয়ে উপজেলায় ডেঙ্গু প্রকোপ বেশি ছিল। তবে গত কয়েক সপ্তাহ যাবত উপজেলায় ডেঙ্গুর প্রকোপ কমতে থাকে। উপজেলায় মোট আক্রান্তের মধ্যে প্রায় অর্ধেকই লোহাগাড়া বাসিন্দা। লোহাগাড়ায় গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হয় ১০৩ জন। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ছিল সাতকানিয়া ও বোয়ালখালী উপজেলায় ১৬ জন করে। এছাড়া সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন কর্ণফুলী উপজেলায় ৩ জন।
উল্লেখ্য, গত ২০২১ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং গত বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন এবং মারা যান ১০৭ জন।