চট্টগ্রামে ২২ জন শনাক্ত, একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্ত ২২ জনের মধ্যে নগরীর বাসিন্দা ১৮ জন ও উপজেলার ৪ জন।
জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৪ জন। এর মধ্যে ৭৩ হাজার ৮৩৮ জন নগরীর ও উপজেলার ২৮ হাজার ১৭৬ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে ফটিকছড়িতে ৩ জন ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম জেলায় আরও ১ জন মারা গেছেন। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১১ জন। এর মধ্যে ৭২০ জন নগরীর ও ৫৯১ জন উপজেলার।

পূর্ববর্তী নিবন্ধ‘সাকিব সর্বকালের সেরা ওয়ানডে অলরাউন্ডার’
পরবর্তী নিবন্ধএখন ‘না’ বললেও বিএনপি ভোটে ঠিকই আসবে : কাদের