চট্টগ্রামে ২শ বিএনপি, জামায়াত নেতাকর্মী ও আন্দোলনকারীর মুক্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে গ্রেপ্তার ২শ বিএনপি, জামায়াতের নেতাকর্মী ও আন্দোলনকারী মুক্তি পেয়েছেন। গতকাল রাত সাড়ে ৯ টায় আজাদীকে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন বলেন, সকাল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সময়ের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।

তিনি বলেন, এখন পর্যন্ত ২০০ জন মুক্তি পেয়েছেন। যারা আন্দোলন চলাকালীন সময়ে গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে আসেন। মুক্তি পাওয়াদের মধ্যে কারা কারা রয়েছেন তা জানতে চাইলে জেল সুপার মো. মঞ্জুর হোসেন বলেন, তার কাছে এ সংক্রান্ত তথ্য নেই।

তবে তিনি জানিয়েছেন, গতকাল চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পাওয়ার পর ২০০ জনকে মুক্তি দেওয়া হয়। কারাগার শান্ত রয়েছে বলে তিনি আরো বলেন, সোমবার হামলার চেষ্টা করা হলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কারাগারের অভ্যন্তরে বা বাইরে কোন সমস্যা নেই। বন্দীদের নিরাপত্তায় আমরা সজাগ আছি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বেসরকারি হাসপাতালে ভাঙচুর-লুটের অভিযোগ
পরবর্তী নিবন্ধবড় উল্লম্ফনে একদিনেই পুঁজিবাজারে সূচক বাড়ল ১৯৭ পয়েন্ট