নগরীর ২৫ নাম্বার ওয়ার্ডস্থ ঈদগা বউবাজার এলাকার একটি গ্যারেজে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল।
রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গ্যারেজের মালিক জাহাঙ্গীর মিস্তিরি জানান, রাতে গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসি কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার তিন ক্ষোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কিছুই বের করতে পারিনি।