চট্টগ্রামে ১৮ দিনে ৮৪ জনের মৃত্যু

নতুন শনাক্ত ২৭৮

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৫ জনই নগরীর বাসিন্দা। এ নিয়ে গত ৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত মাত্র ১৮ দিনে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, করোনাভাইরাসে চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান ১০ এপ্রিল। এছাড়া করোনাকালে সর্বোচ্চ ৫৪১ জন আক্রান্ত শনাক্ত হয় ১১ এপ্রিল। মৃত্যু এবং শনাক্তের দুটি রেকর্ডই গত এপ্রিল মাসের। এদিকে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত হয়েছে ২৭৮ জনের। ১ হাজার ৭৬৫ টি নমুনা পরীক্ষায় এ ২৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ২৭৮ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৪৮ হাজার ১৩৯ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৮ হাজার ৬৪৭ জন ও জেলার ৯ হাজার ৪৯২ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৫৮ জন ও জেলার ১২২ জন। খবর বিডিনিউজের
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৫টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ৯১ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৪৮ হাজার ১৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ২৭৮ জনের মধ্যে ২২৩ জন নগরী ও ৫৫ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তথ্য মতে, এখন পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে দশ বছরের কম বয়সী শিশুরাই করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছে। আর ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। দশ বছরের কম বয়সীরা ২.৫২ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৬.৯৮ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৬২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৫ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৫২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২৭ শতাংশ ও ৬০ থেকে ঊর্ধ্বের বয়সীরা ১৩.৫২ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। বয়স ভিত্তিক এ হারে চট্টগ্রামে সবচেয়ে বেশি মারা গেছেন ষাটোর্ধরা। শতাংশের হারে যেটি ৫৪.৭৯ শতাংশই। ২৪.৭৯ শতাংশ হারে এর পরের অবস্থানে রয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীরাই। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১২.৭০ শতাংশ হারে মৃত্যুবরণ করেছেন। ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ৪.৭৯ শতাংশ হারে মৃত্যুবরণ করেছেন। ২১ থেকে ৩০, ১১ থেকে ২০ এবং ০ থেকে ১০ বছর বয়সীরা যথাক্রমে ১.৪, ১.৪ এবং ০.৮৩ শতাংশ হারে মৃত্যু বরণ করেছেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলে তালা দেওয়ার ১৫ মিনিটেই হাওয়া!
পরবর্তী নিবন্ধদেশে আরও ৯৮ মৃত্যু শনাক্ত ৪০১৪