চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ৪২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নগরীর ৬ আসনে ১২ জন, জেলার ১০ আসনে ৩০ জন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে পরিচালিত হবে মোবাইল কোর্ট

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকা সমূহে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে নগরীর

৬ সংসদীয় আসনে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলার ১০ আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচনী এলাকা সমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অফিস আদেশ জারি করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, নির্বাচনী এলাকা সমূহে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালিত হবে। আর এ মোবাইল কোর্টে দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা শনিবার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম নগরীর আসন সমূহে দায়িত্ব পালন করবেন যারা:

চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনের মধ্যে কোতোয়ালীসদরঘাট থানায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এবং বাকলিয়াচকবাজার থানায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান।

চট্টগ্রাম৮ আসনের চান্দগাঁওপাঁচলাইশবায়েজিদ বোস্তামী থানা এলাকায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।

চট্টগ্রাম১০ আসনের ডবলমুরিংপাহাড়তলী ও হালিশহর থানায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি। আকবরশাহ ও খুলশী থানায় দায়িত্ব পালন করবেন

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।

চট্টগ্রাম১১ আসনের বন্দরপতেঙ্গা ও ইপিজেড থানায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান।

জেলার ১০ আসনে দায়িত্ব পালন করবেন যারা :

চট্টগ্রাম২ ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহমুন নবী।

চট্টগ্রাম১ মীরসরাই উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা।

চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা।

চট্টগ্রাম৫ হাটহাজারী উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।

চট্টগ্রাম১২ পটিয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি।

চট্টগ্রাম৬ রাউজান উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহমুন নবী।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান।

চট্টগ্রাম১৩ আনোয়ারা উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। চট্টগ্রাম১৪ চন্দনাইশ উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। চট্টগ্রাম১৫ লোহাগাড়া উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান।

চট্টগ্রাম৮ বোয়ালখালী উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।

চট্টগ্রাম১৩ আসনের কর্ণফুলী উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন এবং শাকিব শাহরিয়ার। চট্টগ্রাম১৬ বাঁশখালী উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।

চট্টগ্রাম১৫ আসনের সাতকানিয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান। চট্টগ্রাম৩ সন্দ্বীপ উপজেলায় দায়িত্ব পালন করবেন সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে ১২ ডিসেম্বর থেকে ভোটগ্রহণের পরবর্তী দুইদিন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাচনী এলাকা সমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধস্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি!
পরবর্তী নিবন্ধযেদিন সরকার গঠন হবে সেদিন থেকে দেশ গঠনে কাজ শুরু হবে